দৌলতখানে ১ কেজি গাজা পাচ ইয়াবা সহ এক নারী আটক

মোঃআল-আমিন দৌলতখান প্রতিনিধি

সোমবার ( ৬ আগস্ট ) রাত পোনে ১টার দিকে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাদের ব্যাপারী বাড়ির সামনে থেকে এসআই মাহমুদুল হাসান ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১কেজি গাঁজাসহ ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারী মোসা: আয়না বেগম চরখলিফা ৭ নম্বর ওয়ার্ডের মনিরের স্ত্রী। দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন