বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছো মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো, আব্দুস শহীদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাক্তার হরিপদ রায়, সহ সভাপতি জিল্লুল আনাম চৌধুরী চেমন, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহিদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম খান। এছাড়াও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক উজ্জল দাশ, পৌর ছাত্র লীগের সাবেক সম্পাদক আবেদ হোসেন, সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা কৌশীক ভট্রাচার্য প্রমূখ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন