ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয় প্রামানিক নিহত হবার পর ভেড়ামারায় উত্তেজনা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালে আহত নেতাকর্মী ভর্তির চিত্র। আহত ১ পুলিশ সদস্য কনস্টেবল রিয়াজুল এসময় হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসা নেন। গুরুতর আহতদের কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, জাকির, শিপন, রিমন, আকাশ, পিয়াস, সুলতান, মাসূকগণ সহ আরো বেশ কয়েকজন। আহতরা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। ঘটনায় মানসিক প্রতিবন্ধী আল আমিনসহ পথচারী আহত হয়ে ভর্তি হয়েছেন। তার মাথা ফেটে গেছে। ভেড়ামারা শহরে ডিবি পুলিশ সহ বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পুলিশের ব্যাপক তৎপরতা এখনো দৃশ্যমান রয়েছে। শহরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। দোকান পাট বন্ধ রয়েছে। কেউ বাজারে আসছেন না। জনজীবন বিপর্যস্ত। যোগাযোগের চেষ্টা করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষের দায়িত্বশীল সূত্র থেকে কোন ধরনের বক্তব্য সংগ্রহ করা যায়নি। উল্লেখ্য আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয় এর মৃত্যুর খবর ভেড়ামারায় পৌঁছালে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে।