পীরগঞ্জের সাংবাদিক মুকুলের জানাজার নামাজ সম্পন্ন

Exif_JPEG_420

 

মোঃ ফারজুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপ‌জেলার টুকুরিয়া ইউনিয়নের মোনাইল গ্রামের মৃত আলহাজ্ব তফিল উদ্দিনের পুত্র ও বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সিনিয়র সদস্য ও জয় ভিশন পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহাবুবার রহমান মুকুল গত ৯ আগষ্ট রংপুর জেলায় বাংলাদেশ প্রেসক্লাবে পরিচিতি সভা শেষ করে নিজ বাস ভবন পীরগঞ্জের মোনাইল গ্রামে যাওয়ার পথে রাত অনুমান ১০ ঘটিকার সময় খালাশপীর সড়কের ফতেপুর নামক স্হানে মহেন্দ্র গাড়ীর সঙ্গে ধাক্কা লাগে। এসময় গুরুতর অসুস্হ সাংবাদিক মুকুলকে স্হানীয় লোকজন ভ্যানযোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করার জন্য নিয়ে যায়। ভর্তির পরপরেই কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষনা করেন। সাংবাদিক মুকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান, রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধিন,সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক রাব্বী,পীরগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ। ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় মোনাইল হাজীপাড়া জামে মসজিদের সামনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন