ষ্টাফ রিপোর্টার,জালালাবাদবার্ত ডটকম:
মৌলভীবাজার: কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে পুলিশের এই ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আটকদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এছাড়া ৩ শিশুও আছে।
আটকরা হলেন- সাতক্ষীরার শরীফুল ইসলাম, কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ, নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম, সিরাজগঞ্জের রাফিউল ইসলাম, নারায়ণগঞ্জের মেঘনা, ১২ মাসের আবিদা, পাবনার শাপলা বেগম, ১৮ মাসের জুবেদা, ৬ বছরের হুজাইফা, নাটোরের মাইশা ইসলাম, বগুড়ার মোছা. সানজিদা খাতুন, সাতক্ষীরার আমিনা বেগম ও মোছা. হাবিবা বিনতে শফিকুল।