চরফ্যাশনে নীলিমা জ্যাকব কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট নীলিমা জ্যাকব কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নীলকমল ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর হাওলাদার, দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন বিপ্লব। এছাড়াও কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন