আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ- বাহুবল সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মুহিত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নবীগঞ্জ -বাহুবল(০১) আসনে মানুষের কাছে মতপ্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মুহিত। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ -বাহুবল(০১)আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মোঃ আব্দুল মোহিত হবিগঞ্জ জেলার ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। তিনি বিভিন্ন সামাজিক, কর্মকান্ডে নিয়োজিত আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করেছি। জনসাধারণের দ্রব্যমূল্য ক্ষয়ক্ষমতা ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাব। রাস্তাঘাট, কালবার্ট, ব্রিজ নির্মাণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।বাংলাদেশের জাতীয় রাষ্টীয় স্বার্থের যে কোন সিদ্ধান্ত অটল থাকবো। এবং জনগণের পাশে থাকবো। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র,বাসস্থান, মৌলিক অধিকারের আদায় করার প্রচেষ্টায় থাকবো। সব সময় গরিব অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত থাকবো।

শেয়ার করুন