তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। চিকিৎসা করেও হচ্ছে না প্রতিকার। ফলে লাম্পি স্কিন রোগের প্রর্দুরভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তানোরের খামারীরা। জানা গেছে, রোববার(১৩আগস্ট) উপজেলার কামারগাঁ ইউনিয়ন কামারগাঁ উপর পাড়া গ্রামের খামারী সাদ্দাম হোসেনের একটি সাত মাসের আইড়া বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সাদ্দাম হোসেন জানান,প্রায় ১০দিন ধরে তার একটি গরুর বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়ে ছিলো।পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন রকমের ঔষধ সেবন করিয়েও কোন প্রতিকার হয়নি। অবশেষে বাছুরটি মারা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু তার গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত না তার মতো অনেক খামারিদের গরু এ লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। অথচ এই লাম্পি স্কিন রোগের তেমন কোন ফলপ্রসূ প্রতিরোধক ব্যবস্থা করতে পারছেনা উপজেলা প্রাণীসম্পদ অফিস। ফলে দিন দিন আরো বেড়েই চলেছে এই লাম্পি স্কিন রোগের প্রার্দুরভাব। এতে করে ব্যাপক দূ’চিন্তায় পড়েছে তানোর উপজেলার গরুর খামারীরা। তানোর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সুমন মিয়া জানান, লাম্পি স্কিন রোগ নির্ণয় করতে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে, আশা করা যাচ্ছে দ্রুত এসমস্যা থেকে রক্ষা পাবেন খামারীরা।