উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বুড়িতলা কালী মাতার মন্দিরে প্রতি বারের ন্যায় এবারো শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা মহাদেব এর পূজার আয়োজন করা হয়েছিলও সেই সাথে জয়যাত্রা তরুণ সংঘ ( বোল বোম কমিটির) উদ্যোগে প্রথম বারের মতো ধুম ধাম করে শত শত ভক্তের আগমনে শেষ হল মহা বোল বোম পথযাত্রা উৎসব। পদযাত্রা টি আজ ১৪ই আগষ্ট ( ২৮ শ্রাবণ ) রোজ সোমবার ভোর ০৫ঃ৩০ মিনিটে রহনপুর বুড়িতলা কালী মাতার মন্দির হইতে শুরু করে মকরমপুর মহাশ্মশান সংলগ্ন মহানন্দা নদীর প্রবাহিত পূণ্যজল সংগ্রহাস্তে নাম কীর্তনাদিসহ নগ্ন পদব্রজে মহাশ্মশান শিব মন্দির সহ রহনপুরের প্রতিটি শিব মন্দির অভিমুখে যাত্রা এবং বুড়ি তলা কালী মাতার মন্দিরে পূজার্চনাদিসহ কৈলাসপতির মহাস্নান সমাপন হয় ও ভোগ বিতরণ হয় । ভোলেনাথ-কে খুশি করার জন্য ছেলে-মেয়ে নির্বিশেষে শ্রাবণ সোমবারের উপোস করে এবং শিব ও পার্বতীর যথার্থ পূজা করে এবং তাদের ভালো জীবন সঙ্গী কামনা করে। শ্রাবণের শেষ সোমবারও খুব শুভ যোগ তৈরি হচ্ছে। শ্রাবণ শেষ সোমবার ভগবান শিবের উপাসনার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। শিব সকল দুঃখের বিনাশকারী, তাই তাঁকে হর হর মহাদেব বলা হয়। যারা নিয়ম ও ভক্তি সহকারে শ্রাবণ শেষ সোমবার উপবাস করেন, ভগবান ভোলেনাথ অবশ্যই তাদের কষ্ট দূর করেন। এ বিষয়ে জয়যাত্রা তরুণ সংঘ ( বোল বোম কমিটির ) সদস্য রানা প্রসাদের সাথে কথা বললে তিনি জানান, রহনপুরে প্রথম বারের মতো এই বোল বোম পদযাত্রা উৎসব, এমন উৎসব আমরা প্রতি বছর আয়োজন করতে চাই, আর সোমবার মনের ইচ্ছাপূরণের শেষ সুযোগ, এই নিয়ম মেনে ভোলেনাথের পুজো করলেই মিলবে কাঙ্খিত ফল। এই দিনে উপবাস, তপস্যা, দান, পূজা, অভিষেক প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করলেও বহুগুণ বেশি ফল পাওয়া যায়। আজ ১৪ আগস্ট এই মাসের শেষ হবে। শ্রাবণের প্রতি সোমবার শিবের পূজার ভিন্ন ও বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রাবণ। করে। শ্রাবণের প্রতি সোমবারের মতো, চতুর্থ এবং শেষ সোমবারও খুব শুভ যোগ তৈরি হচ্ছে