গ্রামীণ ব্যাংক চিলারং ঠাকুরগাঁও শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

গাছে গাছে ভরবে দেশ, আসবে দেশ সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক চিলারং ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) সকাল এগারোটায় সদর উপজেলার ভেলাজান বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক চিলারং শাখা অফিস কার্যালয়ের সামনে নারী সদস্যদের প্রত্যেকের মাঝে তিনটি করে চারা বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও যোনের বালিয়াডাঙ্গী এরিয়া ম্যানেজার অলক কুমার দাস, চিলারং শাখা ব্যবস্থাপক মোঃ আনিকুল ইসলাম, অফিস সহকারী নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক (সদর উপজেলা কমান্ড), সমাজ সেবক আনোয়ারুল হক চৌধুরী, দৈনিক আজকালের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ পাভেল সহ চিলারং শাখার সকল সহকর্মী বৃন্দ। শাখা ব্যবস্থাপক আনিকুল ইসলাম জানান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় শাখার ৪৩ টি কেন্দ্রের প্রত্যেক সদস্যের মাঝে ৩ টি করে মোট ৮ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।

শেয়ার করুন