এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিকরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে প্রেসক্লাব সদস্যরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকারি পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।