ঠাকুরগাঁও সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৫ই আগস্ট মঙ্গলবার ঠাকুরগাঁও সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী তিন্নি আক্তার ও গীতা পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী মনামি রায়। তারপর জাতির পিতা সহ ১৫ ই আগস্ট নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জনাব দীপেন্দ্রনাথ ঝাঁ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম দুলাল,সহকারী শিক্ষক মোঃ তোয়াবুর রহমান,সহকারী শিক্ষিকা মাসুমা বেগম, মনসুরা তারমিন, দীপ্তি রানী মহান্ত প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তোয়াবুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম দুলাল।

শেয়ার করুন