জাতীয় শোক দিবসে আ.লীগ নেতা ইউসুফ আলীর উদ্যোগে দোয়া-মাহফিল ও খাবার বিতরণ


মৌলভীবাজার প্রতিনিধি
বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ আলীর ব্যক্তিগত উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাত ৮টায় শহরের নতুন বাজার জামে মসজিদে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও মুসল্লীদের খাবার বিতরণ এর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, আওয়ামীলীগ নেতা বদরুল আলম শিপলু সহ সহশ্রাধিক মুসল্লী। এসময় মিলাদ পাঠ করেন ওই মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন ও দোয়া পরিচালনা করেন শহর জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

শেয়ার করুন