শ্রীমঙ্গলে উন্মুক্ত পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত


নিজস্ব প্রতিবেদক.শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উন্মুক্ত পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে ২০২৩-২৪ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রতিষ্টানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির প্রমূখ।

 

শেয়ার করুন