মৌলভীবাজারে মোবাইল ফোনে আসক্ত শিশু সন্তানকে খুন করলেন মা


নিজস্ব প্রতিবেদক,মৌলভবিাজার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোবাইলফোনে আসক্ত শিশু সন্তানকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন মা। এ ঘটনায় মা সুহেনা বেগমকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
বুধবার (১৬ আগষ্ট) সকালে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পান পুঞ্জি গ্রামের সুহেনা বেগম (৪০) তার ১৩ বছরের সন্তান আমিরুল হাসান জয়কে মোবাইলফোন ব্যবহার না করতে নিষেধ করেন। ছেলে মায়ের কথা না শোনায় মা তাকে মারধর করেন। এক পর্যায়ে ছেলের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে সুহেনা বেগমকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, নিহত শিশু আমিরুল হাসান জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভবিাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে মা সুহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন