নগরকান্দায় মোবাইলে ডেকে নিয়ে মারপিট,থানায় অভিযোগ

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় মোবাইলে ডেকে নিয়ে মারধর করার অভিযোগে থানায় দুই গ্রুপের পক্ষ থেকে অভিযোগ হয়েছে। ১৮ আগস্ট শুক্রবার বেলা ১২ টার দিকে মোবাইলে ডেকে নিয়ে উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের ওমর আলী সরদার এর ছেলে রফিক সরদার (১৮)কে পার্শ্ববর্তী তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের কুদ্দুস মাতুব্বর এর ছেলে রুহুল আমিন (২৫) মোবাইলে ডেকে নিয়ে লস্কারদিয়া কালিবাড়ি বাজারে প্রকাশ্যে দিবালোকে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।এরই প্রতিশোধ নিতে আহত রফিক সরদারের পিতা ওমর আলী সরদার তার লোকজন নিয়ে রুহুল আমিনকে মারপিট করে বলে তার পিতা কুদ্দুস মাতুব্বর বলেন। এসময় উভয় পক্ষের লোকজনের সাথে সংঘর্ষে ওমর আলী সরদার সহ তার পক্ষের আহত হয় কাউছার সরদার (৩০),আব্দুল আলী সরদার (৬০)। আহতরা নগরকান্দা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই মারপিটের ঘটনায় দুই পক্ষের থেকে নগরকান্দা থানায় অভিযোগ হয়েছে। থানায় প্রথম ওমর আলী সরদার বাদী হয়ে অভিযোগ করেন পরে বিবাদী পক্ষে কুদ্দুস মাতুব্বর বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওমর আলী সরদার বলেন মোবাইলে ডেকে নিয়ে আমার ছেলেকে কুদ্দুস মাতুব্বর এর ছেলে তার দলবল নিয়ে মারধর করে। এছাড়া তিনি আরও বলেন তাদের লোকজন আমাদের মারপিট করার জন্য বাজারে তাদের লোকজন দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করছে, আমরা ভয়ে আতংকে বাজারে যেতে পারছিনা।এবিষয় কুদ্দুস মাতুব্বর উল্টো অভিযোগ করে বলেন আমার ছেলে রুহুল আমিন কে মোবাইলে ডেকে এনে হাসনহাটি গ্রামের ওমর সরদারের ছেলে ডেকে এনে মারধর করে।

শেয়ার করুন