শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম জুনেদ মিয়া ওরফে চিকনা জুনেদ (৩০)। সে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া গ্রামের আজমান মিয়ার পুত্র।
শনিবার (১৯ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত জুনেদ এর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মির্জাপুর মির্জাপুর বাজারস্থ সরবিন্দু ধর এর মুদি দোকানের সামনে থেকে গাঁজাসহ মাদক কারবারি চিকনা জুনেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার হেফাজত থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শেয়ার করুন