চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
স্ত্রী সন্তানদের বসতঘরে আবদ্ধ রেখে গভীর রাতে নিজ বসতঘরে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে স্ত্রী সন্তানদের হত্যার চেষ্টা করেন আওলাদ নামে এক স্বামী। ঘটনাটি ঘটেছে চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি গ্রামে স্বামী আওলাদের বাড়ীতে। জানাযায়, গত শুক্রবার রাত ২টায় জিন্নাগড় ইউনিয়নের মাদকাসক্ত স্বামী স্ত্রী লিমা (২৫), শিশু আবুবকর (৮) এবং আবদুল্লাহ (২) নামের দুই শিশুকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ স্বামী আওলাদ রাত ২টার সময় একটি দোকান থেকে পেট্টোল এনে পুরো ঘরের মেঝেতে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। তাৎক্ষনিক গৃহবধূ সন্তানদের বুকে নিয়ে আগুনের মধ্যে দিয়ে ঘর থেকে বের হয়ে ডাক- চিৎকার দিতে থাকে। বাড়ীর আশপাশের আত্মীয়রা সেখানে উপস্থিত হয় এবং গৃহবধূ কে চিকিৎসার দিতে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। চরফ্যাসন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শোভন বসাক জানান, আগুনে গৃহবধূর দুই পায়ের ১০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা চলছে। চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনু ব্যবস্থা চলছে।