এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু মুছা ও এএসআই রাজু বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর-৩১৬/২২ (শ্রীমঙ্গল) সোনার বাংলা রোডের বাসিন্দা আব্দুর রসিদ এর পুত্র গোলাপ মিয়া ওরফে সৌরভ (২১), নারী ও শিশু মামলা ১৮৪/২০২০, পিটিশন-৮৬/২০২০ এর পরোয়ানাভুক্ত আসামি বর্মছড়া চা বাগানের বাসিন্দা সানন্দ বোনার্জীর পুত্র ভুবন বোনার্জীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে রোববার ২০ আগস্ট সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।