সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও প্রতিনিধিঃ
প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক প্রতিবন্ধকতা আসতে থাকে । যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা টপকে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন মানুষকে নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকে একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত । তিনি আর কেউ নন , তিনি হলেন উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মানবিক মহিলা ভাইস -চেয়ারম্যান শেফালি বেগম ।একজন মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে তার যে চলাফেরা কথাবার্তা মানুষদের ভালবাসা এর পুর্বে কোন মহিলা ভাইস- চেয়ারম্যানের এহেন আচরন দেখা যায় নি | এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ শেফালি বেগম । যার ফলে উপজেলাবাসী তাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার সর্বস্তরের মানুষকে তিনি সমান চোখেই সম্মান করেন| সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।