নিজস্ব প্রতিবেদক,জালালাবাদবার্তা ডটকম:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোসনাবাদ ৬নং হোসনাবাদ খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
রোববার (২০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন। এসময় উনার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার হোসনাবাদ পান পুঞ্জি পরিদর্শন ও পুঞ্জিতে বসবাসরত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে পুঞ্জির শিশুদের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষে পুঞ্জিতে বসবাসরত কিশোরদের জন্য ফুটবল, শিক্ষার্থীদের জন্য অক্ষরবিন্যাস ও শিশুদের জন্য উপহার সামগ্রী হোসনাবাদ পুঞ্জির প্রধান ওয়েল সুরং এর হাতে তুলে দেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের খাসিয়া পুঞ্জি পরিদর্শন
শেয়ার করুন