স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর হাওর থেকে এক(৮০) বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বাহুবল থানা পুলিশ। বুধবার(২৩আগষ্ট) বেলা ২ঘটিকার সময় লকিপুর কবরস্থানের পশ্চিম পাশের একটি খাল থেকে মৃত রাশিদ উল্লাহ,র ছেলে মোঃ নুর হোসেন( নুরা)পাগলার লাশ উদ্ধার করা হয়। আত্মীয় স্বজনরা জানান,বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বর্তমানে নারকেলতলা গ্রামের বাসিন্দা নুর হোসেন(৮০) ওরফে নুরা পাগলা, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর সারারাত বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি আত্মীয় স্বজন ও তার মেয়েরা। বুধবার বেলা ২ টার দিকে প্রতিবেশী গ্রামের লোকজন হাওরে কাজ করতে গেলে একটি খালের মধ্যে নুর হোসেনের লাশ দেখতে পান। বিষয়টি বাহুবল থানা পুলিশকে জানালে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মৃত ব্যক্তির বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান।