এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন জটিল রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে শহরের মিশন রোডস্থ সংসদ সদস্যের বাসভবনে সমাজ কল্যাণ মন্ত্রনায়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার অর্থিক চেক বিতরণ করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগতজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, কৃষকলীগের যুগ্ম-আহŸায়ক আবু তালেব বাদশা, আওয়ামীলীগ নেতা মামুন আহমেদ, যুবলীগ নেতা সাবের আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন জটিল রোগাক্রান্ত রুগীদের মাঝে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার সরকারি অর্থিক চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়।
শ্রীমঙ্গলে রোগীদের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ
শেয়ার করুন