আদিবাসী শুকতারা গাছগাছড়ায় করছেন জন্ডিসের চিকিৎসা

সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও :

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর পুলপাহাড় আদিবাসি গ্রামে শুকতারা নামের এক কবিরাজ ২০ টাকা ফি নিয়ে জন্ডিসের চিকিৎসা দিয়ে থাকেন | সরেজমিনে গিয়ে দেখা যায় –যে বাসায় জন্ডিস চিকিৎসা দেওয়া হয় সে বাসায় রুগীশুন্য কারন ১১ টার পরে কোন রুগি আসে না | জন্ডিস চিকিৎসা দেওয়া শুকতারার মুখে জানতে চাইলে তিনি বলেন – আমার এখানে ভোর ৫-থেকে সকাল ১১ টা পর্যন্ত রুগি আসে এবং প্রত্যেকদিন ৬০-৭০ জন রুগির চিকিৎসা দিয়ে থাকি | রুগির সঠিক চিকিৎসা দিয়ে থাকি বলেই আমার কাছে রুগি আসে | চিকিৎসার উপকরণ হিসাবে রুগির দু- হাতে চুন মাখিয়ে বাসি পানি দিয়ে হাত ধৌত করা হয় | পরে সরিষার তেল, দুর্বা ঘাস, আর কচুর পাতা সবগুলো উপকরণ একটি টেবিলে রেখে রুগির মাথায় ঘষতে থাকেন আর বিড়বিড় করে মন্ত্র পড়েন। মন্ত্র শেষে রুগির শরীরে ফুঁ দেন কবিরাজ শুকতারা পরিশেষে খাওয়ার জন্য ২ লিটার বোতলে ঔষধ দিয়ে দেন এবং ঔষধের মুল্য ১৫০ টাকা নেন |

শেয়ার করুন