প্রাত্যান্ত এলাকার ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মায়েদের শ্বপ্ন বাস্তবায়নে আলো দেখাচ্ছে নকশিকাঁথা


নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রত্যান্ত এলাকায় প্রান্তিক ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মায়েদের দেখা শ্বপ্ন বাস্তবায়ন ও তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
গতকাল (২৪ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন উপজেলার রাজঘাট ইউনিয়নের, বিদ্যাবিল হরিণছড়া- এলাকায়র প্রত্যান্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি গারো নৃ-গোষ্ঠী পরিবারসহ অন্যান্য নৃ জনগোষ্ঠী পল্লী পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন।
এছাড়াও তিনি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া, জুলেখা পুঞ্জি তো ভারত সীমান্তঘেঁষা ত্রিপুরা, খাসিয়া নৃ-গোষ্ঠী পল্লি পরিদর্শন করেন। ইউএনও আলী রাজিব বলেন, শ্রীমঙ্গলে ৪০ টি নৃ-গোষ্ঠী শ্রীমঙ্গলে বসবাস। এরা কেউ পান চাষ করেন, কেউ লেবু কিংবা চা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এই নৃ জনগোষ্ঠীর মায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। আয় বৃদ্ধি করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনা খরচে বিদ্যাবিল ও হরিণছড়ায় নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
প্রাথমিকভাবে বিনামূল্যে সরঞ্জাম সরবরাহ করা হবে। সমিতির মাধ্যমে তাদের তৈরিকৃত এই সব পণ্য বাজারজাত করার সুযোগ করে দিবে উপজেলা প্রশাসন। এতে মায়েদের কাজের সুযোগ হবে। হবে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, এসব পরিবারের মায়েদের স্বপ্ন তাদের সন্তানও একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যাবসায়ী, ডিসি হবে। তাদের তৈরি করা নকশিকাঁথায় তাদের গল্পগুলোই ফুটে উঠবে এটাই প্রত্যাশা। উপজেলা প্রশাসনের প্রচেষ্টা আর প্রান্তিক এই মানুষগুলোর পরিশ্রম এক হয়ে নিশ্চয়ই একদিন সকল মায়ের স্বপ্ন পূরণ হবে।

শেয়ার করুন