ডোমারে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, অগ্রগতি ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে যৌথ সভা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শুক্রবার (২৫শে আগস্ট) বিকাল ৫টায় ডোমার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমূখ সহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দ, প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১লা সেপ্টেম্বর সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিকাল ৪টায় আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন