মোঃফাহিম মোল্লা,চরফ্যাশন ভোলা প্রতিনিধি
ভোলায় চার্জে থাকা অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (১৯) নামে এক যুবক গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৬ আগষ্ট) বেলা ১২টায় সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শাহীন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। শাহীনকে হাসপাতালে নিয়ে আসা স্বজনরা জানান, সে গতকাল সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে চার্জে দিয়ে রাখে। সকালে চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, শাহীনের লাশ হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।