এডভোকেট আজিজ সুপ্রিমকোর্টের আইনজীবী হিসাবে মনোনীত

কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের সন্তান এডভোকেট আজিজুর রহমান বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী হিসাবে তালিকাভুক্তি হয়েছেন৷ গত ২৩ আগষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগের) পারমিশন পরীক্ষায় চুড়ান্তভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন। এড. আজিজ মৌলভীবাজার আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য, এছাড়া তিনি মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের স্পেশাল এ.পি.পি হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সিলেট ট্যাক্সেস বারের সদস্য। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে জড়িত আছেন। আজিজ ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামীলীগের আইন সম্পাদক, সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এম.সি কলেজ ছাত্রলীগের সদস্য, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য আজিজ ছাড়াও মৌলভীবাজার থেকে আরো ৩ জন আইনজীবি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি হিসাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন এড. দীপক চন্দ্র ধর, এড. খন্দকার সাইফুর রহমান রানা ও এড. রেহানা আহমদ। এড. আজিজ তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।

সূত্রঃ মানব ঠিকানা

শেয়ার করুন