মানবতার ফেরিওয়ালার আরেক নাম স্বপন

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগন্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া মহাসড়কে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গত ২৫ আগস্ট বেলা ১২টা ৩০ মিনিটে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল আশেপাশে কেউ নেই হঠাৎ জুবায়েদ আহমেদ স্বপন সিলেট থেকে স্ত্রী সন্তান নিয়ে নিজ বাড়ী চৌমহনি ইউনিয়েন ফিরছিলেন তখনই ঘটনাস্থলে তিনি হাজির। যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাদেরকে উদ্ধার করলেন ও নিরাপদ জীবন বাঁচার স্বপ্ন দেখালেন সে সকল যাত্রীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করছেন। আমার জানা মতে, তিনি একজন বাংলাদেশ র্যাপিড একশন ব্যাটারলিয়ন (র্যাব) ১৪ এর সদস্য। তিনি আমাদের মাধবপুর উপজেলার গর্বীত সন্তান। আমার ভাষা মতে (A Soldier Is Never Off Duty) একজন সৈনিক কখনও তার ডিউটি বন্ধ রাখতে পারে না। তারই প্রমাণ গত শুক্রবারে ঘটনায়। তিনি নিজেই দূর্ঘটনা কবলিত বাস থেকে ৫জন শিশু বাচ্ছা, ৯ জন মহিলা ও ১৪ জন পুরুষকে নিজের বুদ্ধি মত্বায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চূর্ণবিচূর্ণ বাস থেকে সকলকে উদ্ধার করে আনতে সক্ষমতা অর্জন করেন এই মানবতার ফেরিওয়ালা জুবায়েদ আহমেদ স্বপন। কে এই স্বপন: মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের মরহুম আব্দুল কাদির হযরত সাহেব এর সন্তান। তিনি সুনামের সাথে বাংলাদেশ পুলিশ সিলেট রেন্জে কর্মরত অবস্থায় বদলি হয়ে বাংলাদেশ র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যার এর ১৪ ইউনিটে যোগদান করেন। সে দিন তিনি ছুটিতে থাকা অবস্থায় বাড়ীতে এসে স্ত্রী সন্তানকে নিয়ে সিলেট বেড়ানো শেষে বাড়ীতে ফিরে আসার পথিমধ্যে দূর্ঘটনা কবলিত বাসটি থেকে যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এলাকায় তিনি মানবতা ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি এই কর্ম জীবনের পাশাপাশি মানবতার কাজ করে যাচ্ছেন। ব্যাক্তিগত ভাবে তাহার পরিচালনায় একটি এতিমদের মাদ্রাসা ও গরীব অসহায় পরিবারদের সহায়তা করার জন্য রয়েছেন একটি মানবতার ফাউন্ডেশন রয়েছেন। তিনি আরো অনেক মানবতাবাদী কর্মকান্ডে জড়িত আছেন।

শেয়ার করুন