রাজনগরে ৩ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় এসআই সোলেমান আহমদ, এসআই সওকত মাসুদ ভূইয়া ও এ এসআাই সান্টু চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অিভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি ডাকাত জাকির হোসেন (৪১), রুবেল মিয়া (৩০) ও মো. আমির হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত খেলানা পিস্তলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করেন পুলিশ সদস্যরা। রাজনগর থানাসুত্রে জানা যায়, গত শুক্রবার ২৪ আগস্ট রাতে রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের লালাপুর গ্রামের জনৈকা আমিরুন নেছার বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত প্রবেশ করে ঘরের তালা কেটে ঘরে ঢুকে আমিরুন নেছাসহ পরিবারের অন্যান্য সদস্যদের হাত পা বেধেঁ জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার আমিরুন নেছা বাদী হয়ে রাজনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তারকৃত ৩ ডাকাতকে রোববার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন