এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে খাবারের হোটেল ও আইসক্রীম ফেক্টরিকে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা আইনে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়।
রোববার (২৭ আগস্ট) জেলা ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তররে সহকারী পরচিালক মো: শফকিুল ইসলাম এর নতেৃত্বে র্ যা ব-৯ র্ফোসরে একটি টিমের সহযোগিতায় জেলার সদর উপজলোর কুদালীপুলসহ বভিন্নি স্থানে নত্যি প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীম ফ্যাক্টরী ও রস্টেুরন্টেে সচতেনতামূলক র্কাযক্রম পরচিালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরবিশেে খাদ্য পণ্য তরৈি ও সংরক্ষণ করা, প্যাকটেজাত পণ্যরে গাঁয়ে উৎপাদন তারখি, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মূল্য লেখা না থাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করায় কুদালীপুলে অস্থিত কেয়া আইসক্রীমকে ২৫ হাজার টাকা, হোটলে টানাটানকিে ২ হাজার টাকা সহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, নত্যি প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকেরণে ভোক্তা-অধকিার সংরক্ষণ অধদিপ্তররে তদারকি র্কাযক্রম চলমান থাকবে।
মৌলভীবাজারে হোটেল ও আসক্রীম ফেক্টরিকে জরিমানা
শেয়ার করুন