মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও ডিবি পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে মাদকসহ মোঃসাজু ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়। গত শনিবার সদর উপজেলার গড়েয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে জানা যায়, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের নির্দেশনায় এবং ডিবি পুলিশের পরিদর্শক (নি:) মোঃ আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে সদর উপজেলার গড়েয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশের এসআই (নি:) মোঃ নবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম গড়েয়া এমসি বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের টিমকে দেখে পালানোর সময় আটক করা হয় সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃসাজু ইসলাম (৩০) কে। পরে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নবিউল ইসলাম বাদী হয়ে সাজুকে আসামী করে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।