নগরকান্দায় মডেল মসজিদ কেয়ারটেকারকে মারপিট, হাসপাতালে ভর্তি

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় মসজিদ ভিত্তিক ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম কর্তৃক মডেল কেয়ারটেকার আব্দুল কুদ্দুস কে মারপিট করায় হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যায় ২৮ আগস্ট সোমবার সকাল ৬ টায় চরযোশর্দী ইউনিয়নের ৬টি মসজিদ ভিত্তিক ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ করে তিনি নগরকান্দা মডেল মসজিদ অফিসে ১১.৪০মিনিটে প্রবেশ করে। এ সময় ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম (এমসি) মডেল কেয়ার টেকার আব্দুল কুদ্দুস কে কিছু না বলেই গাল মন্দ করে তখন আব্দুল কুদ্দুস তাকে থামানোর চেস্টা করলে তিনি চেয়ার দিয়ে তাকে আঘাত করে। তাতেও ক্ষোভ না মেটায় আব্দুল কুদ্দুস অফিস কক্ষ হতে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে টেনে ধরে আঘাত করে মাটির উপরে ফেলে বুকে চড়ে বসে কিল, ঘুসি লাথি মারায় পাঞ্জাবি ছিড়ে ফেলে এসময় নগরকান্দা মডেল মসজিদের নির্মাণ কাজে নিয়োজিত উজ্জ্বল নামের একজন নির্মাণ শ্রমিক তাদের তাৎক্ষণিক ঠেকিয়ে দেয়। কেয়ারটেকার আব্দুল কুদ্দুস এর শরীলের বিভিন্ন স্হানে নিলা ফোলা জখম হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেয়ারটেকার আব্দুল কুদ্দুস বলেন ফিল্ডের কেন্দ্র গুলো পরিদর্শন করে উপজেলায় অফিসে আসতে একটু দেরি হওয়ায় অফিসে ডুকতেই ফিল্ডল সুপার ভাইজার রেজাউল করিম আমাকে গালমন্দ করে আমি তাকে বলি আপনি শাসন করতে পারেন কিন্তু গালমন্দ করতে পারেন না, একথা বলতেই সে চেয়ার থেকে উঠে এসে অন্য একটা চেয়ারম্যান দিয়ে আমাকে বাড়ি মারে তাতেও সান্ত না হয়ে পুনরায় আবার মারপিট করে।কেয়ারটেকার কুদ্দুসকে মারপিট করায় উপজেলার সকল কেয়ারটেকাররা নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুপার ভাইজার রেজাউল করিম এর অপসারণ দাবী করেন।এবিষয় ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম এর নাম্বারে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন