শিক্ষার্থীদের জাতির পিতার জীবনাদর্শ জানাতে আলোচনা ও বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনাদর্শ শিক্ষার্থীদের জানাতে আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে শ্রীমঙ্গল দি ইলেট ফুলতলী ছাহেব (র) একাডেমীতে বিভিন্ন জাতের ফলজ, ভেষজ ও দৃষ্টিনন্দন বৃক্ষ চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তীর উদ্যোগে ও সবুজ আন্দোলন এর সহযোগীতায় বিভিন্ন জাতের ফলজ, ভেষজ ও দৃষ্টিনন্দন বৃক্ষ চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রোপন করা নাগেস্বর, হরতকী, নিম, এওলা, বহেরা, বেলেম্বুসহ বিভিন্ন গাছের গুনাবলী তুলে ধরে বিকুল চক্রবর্তী বলেন, গাছের উপকারীতা জানলে আমরা গাছকে গুরুত্ব দিবো। গাছের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। এ সময় তিনি গাছ রোপনের নিয়ম ও পরিচর্যার বিষয়েও আলোকপাত করেন।
এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দি ইলেট ফুলতলী ছাহেব (র) একাডেমীর অধ্যক্ষ আবু তোহায়িদ আকাশ, সবুজ আন্দোলন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক রীনা সরকার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন, ব্যবসায়ী শ্যামল দাশ, নাট্যকর্মী অরিত্র আহব ওম ও বিদ্যালয়ের শিক্ষকরা।

শেয়ার করুন