চিলাহাটিতে দুই মাংস বিক্রেতাকে জরিমানা

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ-২০১১ অনুযায়ী মাংস বিক্রয়ে অপরাধ সংঘটিত হওয়ায় দুই মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯শে আগস্ট) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারে মাংস বিক্রয়ে অপরাধ সংঘটিত হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এতে চিলাহাটি বাজারের গরুর মাংস বিক্রেতা মোঃ মোশারফ ইসলামকে ৬ হাজার টাকা ও মোঃ বেলাল হোসেনকে ২ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক। এসময় উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মচারীগণ ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

শেয়ার করুন