মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে চিকনমাটি দোলাপাড়া ফুটবল টুর্নামেন্ট/২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলার চিকনমাটি দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামছুল আলম, ডোমার সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ মোজাম্মেল হক, সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান চৌধুরী (হাসান) প্রমূখ।