মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শপথ গ্রহন অনুষ্ঠানে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক কমিটির সভাপতি মোঃ জাহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সংগঠনের রংপুর বিভাগের সভাপতি মোঃমেজবাহুল ইসলাম, বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর বিভাগীয় মহাসচিব মোঃ জিয়াউর রহমান, ঠাকুরগাঁও জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ রাসেদুজ্জামান মলয়, সাধারণ সম্পাদক মোঃহাসিবুল ইসলাম প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ ব্যক্য পাঠ করান সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ এখলাসুর রহমান। এর আগে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের অবসরপ্রাপ্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।