সারোয়ার হোসেন,তানোর:
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপিকে) দুভাগে বিভক্ত করে দুজন সভাপতি ও দুজন সম্পাদক করে চেয়ারম্যান আব্দুল মতিনের দীর্ঘ সময়ের একক ক্ষমতা খর্ব করা হয়েছে বলে মনে করছেন ইউপির তৃনমুল নেতাকর্মীরা। অপরদিকে রাজনৈতিক রহস্যের কারনে বাধাইড় ইউনিয়ন (ইউপিকে) বিভক্ত না করেই চেয়ারম্যান আতাউর রহমান কে সভাপতি করে ক্ষমতা পাকাপোক্ত করা হয়েছে বলে মনে করছেন নেতাকর্মী রা। গত শনিবার সকালে পাঁচন্দর ইউপির ও বিকেলে বাধাইড় ইউপির কমিটি ঘোষনা করা হয়। এছাড়া একই মঞ্চে কৃষক লীগ ও যুব মহিলালীগেরও কমিটি ঘোষনা করা হয় যা গঠনতন্ত্র বিরোধী বলে মনে করছেন সিনিয়র এবং জেলার নেতারা। এদিকে যুবলীগের কমিটি মঞ্চে ঘোষণা না করে শনিবার রাতে এমপি ফারুক চৌধুরী বাস ভবনে পাচন্দর ইউনিয়নকে বিভক্ত করে যুবলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। পাচন্দর ইউনিয়ন (ইউপিকে) দুভাগে বিভক্ত করে উত্তর যুবলীগের সভাপতি করা হয় কামরুল ইসলাম কে, সম্পাদক করা হয় দুলাল হোসেনকে এবং দক্ষিণের সভাপতি করা হয় জিয়াউর রহমান কে ও সম্পাদক করা হয় শাহাবুল মাস্টারকে। এমন অলৌকিক কমিটি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে, বিশেষ করে পাচন্দর ইউপি যুবলীগের কমিটি নিয়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে । সেই সাথে পাচন্দর ইউপি কে বিভক্ত ও বাধাইড় ইউপিকে বিভক্ত না করার কারনে নানা প্রশ্ন বিরাজ মান। জানা গেছে, গত ২ রা সেপ্টেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির) ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী। ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে, দ্বিতীয় অধিবেশনে পাচন্দর ইউনিয়ন কে দু ভাগে বিভক্ত করে কমিটি ঘোষনা করা হয়। উত্তর ও দক্ষিণ করে ভাগ করে কমিটি দেওয়া হয়েছে। দক্ষিণের সভাপতি করা হয় চেয়ারম্যান আব্দুল মতিন কে ও উত্তরের সভাপতি করা হয় আলহাজ ইসরাইল হোসেন কে। এদিকে বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জুমারপাড়া স্কুল মাঠে। সম্মেলনে চেয়ারম্যান আতাউর রহমান কে সভাপতি করা হয়। কিন্তু বৃহত্তর বাঁধাইড় ইউপি হলেও রহস্য জনক কারনে বিভক্ত করেন নি এমপি। বাঁধাইড় ইউপি কে বিভক্ত না করে কমিটি দেওয়ার খবর ছড়িয়ে পড়লে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাঁচন্দর ইউপির বেশকিছু নেতারা বলেন,পাঁচন্দর ইউনিয়ন বিভক্ত না করার জন্য চেয়ারম্যান আব্দুল মতিন অনেক চেষ্টা করেছেন। কিন্তু এমপির একটাই কথা পাঁচন্দর ইউনিয়ন দুভাগে বিভক্ত করে কমিটি দিবেই। অতীতে তিনি একক সভাপতি ছিলেন, এখন দুভাগ হল। ক্ষমতা তো অবশ্যই খর্ব হয়েছে। কারন এক খাছাই দুই পাখি বেমানান। অথচ বাঁধাইড় ইউপি কে বিভক্ত না করে কমিটি দিলেন। চেয়ারম্যান আব্দুল মতিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও অভিমত তৃনমুলের। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, বাঁধাইড় ইউনিয়ন ভৌগোলিক অবস্থা ভালো না এবং বসতিও কম মুলত একারনে বিভক্ত করা হয়নি। আর পাঁচন্দর ইউপির ভৌগোলিক অবস্থাও ভালো এবং ঘন বসতি, ভোটার সংখ্যাও বেশি একারনেই বিভক্তি করে কমিটি দেওয়া হয়েছে।