শ্রীমঙ্গলে ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

এম.মুসলিম চৌধুরী, নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, কতকাল সোমবার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। দুপুর ২ টার দিকে ৬৫ বছরের ওই নারী জাগছাড়া চা বাগান সংলগ্ন একটি ছড়াতে গোসল করতে গিয়ে মিন্টু কর (২০) ও পলাশ কর (২২) এর ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের হলে অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আমরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন