এম.মুসলিম চৌধুরীি,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের সবছেয়ে বড় গাঁজার চালান জব্দ করেছে পুলিশ। এসময় তাজুল ইসলাম ও জসিম মিয়া নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছারৈক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়া সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে এ যাবৎকালের সবছেয়ে বড় মাদকের চালন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার দুপুরে কুলাউড়া থানা কতৃক প্রেস ব্রিফিংকালে অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক দুলাল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৫- ২৩৫৪) ভেতর থেকে কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ জব্দ করা হয়। তিনি আরো বলেন, কুলাউড়া থানায় এ যাবৎকালের সবছেয়ে বড় গাঁজা উদ্ধারের ঘটনা এটি। এসময় স্থানীয় জয়নাল মিয়ার ভাড়াটিয়া সিরাজ মিয়ার পুত্র তাজুল ইসলাম (৩৫) তাজুল ইসলাম এর শ্যালক শফিক মিয়ার পুত্র মো. জসিম মিয়া (২৭) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, সংগ্রহকৃত গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এই গ্যারেজে মজুদ রেখেছিল গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তি এবং পলাতক আরও দুইজনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।