শ্রীমঙ্গলে বস্ত্র ব্যবসায়ীর নতুন কমিটি গঠন


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বস্ত্র ব্যবসায়ীদের তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর অডিটোরিয়ামে অনুষ্টিত সংগঠনের সাধারণ সভায় ৩ বছর মেয়াদী ২০২৪-২৬ কমিটি গঠন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মহসিন মিয়া মধূ। বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া , সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শহাজাহান ইউ আহমেদ ও মো. হাফিজ আহমেদ, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম।
শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির ২০২৪-২৬ ৩ বছর মেয়াদী কমিটিতে রয়েছেন সভাপতি মো. ফজলুর রহমান, সহ-সভাপতি অজয় দেব, জোবায়ের আহমেদ খোকন, হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক রুমেল খান, সহ-সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, মো. ছায়ফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চন্দ্র আচার্য্য, সহ-সাংগঠনিক মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. শরীফ উদ্দিন, সহ অর্থ সম্পাদক মো. মামুন আহমেদ, দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন, সহ-দপ্তর সম্পাদক রুবেল আহমেদ, প্রচার সম্পাদক মাইন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক বিপুল সিংহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হোসেন মিয়া, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমজাদ হোসেন, কার্যকরী সদস্য জসিম মাঝি, বাসু পাল, ইব্রাহিম হোসেন ও পরিমল দেবনাথ। বস্ত্র ব্যবসায়ীদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছর সংগঠনের উন্নয়নে ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন।

 

শেয়ার করুন