তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর পুকুর পাড়ে সাত ফুট লম্বা বিশালাকৃতির একটি অজগর সাপ জালে আটকা পড়ে। রবিবার সকালে অজগর সাপ আটকে পড়ার খবরটি জানাজানি হলে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাৎক্ষনিক গোয়াইনঘাট সার্কেল -এর এএসপি সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃত সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে বন বিভাগের পক্ষে গোয়াইনঘাট বিটের বাগান মালী মোঃ আব্দুল মালেক অজগর সাপটি গ্রহণ করেন। এ ব্যাপারে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা সালাহ উদ্দিন নিশ্চিত করে বলেন, বিশাল আকৃতির ৭ ফুট লম্বা অজগর সাপ এলাকাবাসী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে চিকিৎসা শেষে সিলেট বন বিভাগের খাদিম বনায়নে অবমুক্ত করা হবে। স্নেক রেসকিউ টিম বাংলাদেশের রেসকিউয়ার শ্রীবাস নাথ বলেন, এটা মানুষের জন্য মোটেই ক্ষতিকর নয়।সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। তিনি জানান, আমরা সারা দেশে বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে সহাবস্থান তৈরিতে কাজ করে যাচ্ছি। সিলেটে এখন পর্যন্ত বিষধর এবং নির্বিষ মিলিয়ে ২০ টা সাপ উদ্ধার করে অবমুক্ত করেছি। আর স্নেক রেসকিউ টিম বাংলাদেশে সারাদেশে দুই হাজার পাঁচশত সাপ এবং ১২ শত এর উপরে অন্যান্য বন্য প্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছি। সাপটি চাইলেই বাঁচানো সম্ভব।