নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগে পিতা গ্রেপ্তার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের হাতে গ্রেফতার এক লম্পট পাপিষ্ঠ পিতা।হারানো জিডি তদন্ত করতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, নিজের মেয়েকে ধর্ষনের অ়ভিযোগে (৭সেপ্টেম্বর২০২৩ইং) জৈনক মোঃ আশ্রব আলী(৪৮),পিতা-মৃত আমির হোসেন,সাং-বনগাঁও,থানা-ফুলপুর,জেলা-ময়মনসিংহ,থানায় আসিয়া এই মর্মে সাধারণ ডায়েরির আবেদন করেন তার স্ত্রী। ১২ বছর পূর্বে তাকে রেখে অন্য একজনকে বিয়ে করে চলে যায়।বর্তমানে সে ০১ ছেলে রুমান(১৪),ও ০১ মেয়ে রুমানা(১৩)কে নিয়ে একেই ঘরে বসবাস করছিল। গত ইং৬সেপ্টেম্বর সন্ধা ৬টা৩০ এর সময় তার মেয়ে রুমানা আক্তার (১৩) বাড়ির সকলের অজান্তে বাড়ি হতে কোথায় যেন চলে যায়। পরবর্তীতে বাড়িতে ফিরে না আসায় আশপাশের বাড়িসহ তাহার নিকটতম আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি এসআই তরিকুল ইসলাম ও এএসআই আবুল বাসেদ কে প্রাথমিক তদন্ত করার জন্য ঘটনাস্থলে প্রেরণ করিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকাশ্য ও গোপনীয় তদন্ত করে এলাকায় বিশ্বস্ত সোর্স মোতায়েন করেন। প্রাথমিক তদন্ত শেষে থানায় আসার কিছুক্ষণ পরে রাতে ভিকটিম রুমানা নিজেই এএসআই আবুল বাসেদ এর মোবাইলে ফোন করে জানান যে,ভিকটিমের পিতা মোঃআশ্রব আলী একই ঘরে বসবাস করার সুবাদে ভিকটিম রুমানাকে প্রতি রাতে হাত-পা বেঁধে,মুখ চেপে ধরিয়া জোরপূর্বক ধর্ষন করতো। উক্ত ঘটনা কারও নিকট প্রকাশ করলে, দা দিয়ে জবাই করে মেরে ফেলার হুমকি দিত। ভিকটিম সহ্য করতে না পেরে পালিয়ে তার মায়ের নিকট ঢাকা চলে যায়। এব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভিকটিম ও তার মাকে থানায় এসে অভিযোগ দায়ের করেন।মেয়ের পাষন্ড পিতা আশ্রব আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন