মৌলভীবাজারে ডিবির অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলায় ডিবির অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইফতেখার ইসলাম ও এএসআই সাহাব উদ্দিন এর নেতৃত্বে জেলা সদরের পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের গোবিন্দশ্রী হাজী ইয়াকুব রোডের সায়রা ভিলার সামনে থেকে সুমন আহমেদ কাউসার (২১) কে গ্রেপ্তার করেন। আটককৃত সুমনের দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর এক অভিযানে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকা থেকে মো. আক্তার (৩০) ও ইলিয়াস (৩৮) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন