তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তিন ইউপির লক্ষাধিক মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ সড়কের উনাইর হাওর বাইপাস রাস্তার বেহাল অবস্থায় যান ও জন চলাচলের ভোগান্তি নিরসনে জনপ্রতিনিধিগণ সফল উদ্যোগ গ্রহণ করেছেন। যা সর্বমহলে প্রশংসিত ও প্রশান্তির ছোঁয়ায় এলাকার মানুষের হৃদয়কে করেছে প্রশমিত। হতাশার অন্ধকারে থাকা মানুষজন কিছুটা হলেও দেখছেন আশার আলো। জানা গেছে, উপজেলার ১২ নং সদর ইউনিয়নের পিরিজপুর-সোনার হাট সড়কের উনাইর হাওরে গত ২০২১ সালের শেষের দিকে পুরাতন ব্রীজ কে পরিত্যক্ত ঘোষণা করে নতুন ব্রীজ নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতে নির্মিত বাইপাস সড়ক দিয়ে বর্ষা মৌসুমে যান ও জনচলাচলের ভোগান্তি ছিল চরমে। উপজেলার সদর, পশ্চিম জাফলং ও রুস্তমপুর ইউপি সহ তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতে দুর্বিষহ হয়ে উঠে জনজীবন। একটু বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাঁদা ভারী বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। প্রায় তিন বছর ধরে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষজনকে। যার দায়ভার ও জবাবদিহিতা এসে পড়ে স্থানীয় জনপ্রতিনিধিগণের উপর। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মাঝেমধ্যে সংস্কার করা হলেও প্রাকৃতিক দুর্যোগে পূর্বের ন্যায় হয়ে যায় বাইপাস রাস্তার অবস্থা। তাই যান ও জনচলাচল কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। যা স্থানীয় জনপ্রতিনিধিদের ভাবিয়ে তুলে। তাঁদের কাজের ও বরাদ্দের নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকায় গ্রহণ করতে পারেন না বড় কোন উদ্যোগ। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে উনাইর সেতু সংলগ্ন বাইপাসে যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নির্দেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদের তত্ত্বাবধানে ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সরেজমিন তদারকিতে এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা দিয়ে এগিয়ে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন ও পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। নির্বাচিত এসব জনপ্রতিনিধিরা উনাইর ভাঙার বাইপাস সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করতে নিয়মিত পরিদর্শন ও পরামর্শ দিয়ে বাইপাস সড়কের কাজ এগিয়ে নিয়েছেন। গোয়াইনঘাট সদর ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন জানান, বহুল আলোচিত উনাই ভাঙার ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার দুপুর হতে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও তাদের গাফিলতিতে জন সাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নির্দেশে আমরা জনপ্রতিনিধিগণ সংস্কার কাজ করে যানবাহন চলাচলের উপযোগী করে তুলেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রী নিজস্ব তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং আমরা পঞ্চাশ হাজার টাকা করে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়ে জনসাধারণের ভোগান্তি নিরসনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি বলেন, জনকল্যাণের কাজে জনপ্রতিনিধিগণ সবসময় আন্তরিক।