ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সদর উপজেলার বেগুনবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে বেগুনবাড়ী ফুটবল মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঠাকুরগঁও টিম ৫-০ গোলে পীরগঞ্জ মালঞ্চা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বি.কে যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বি.কে যুব সংঘের সভাপতি মোঃ সালাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃ সাদেক কুরাইশী,গেষ্ট অব অনার পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, বিশেষ অতিথি বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ বণি আমিন, পীরগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, মোহাম্মদ ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, ইশানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল চন্দ্র রায় বুলু, মোঃআব্দুল হামিদ কিনা, বেগুনবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃকিবরিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান একরামুল হক, সংঘের সাধারণ সম্পাদক মোঃ আনিমুল হক সর্দার প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিরা। খেলা চলাকালীন দর্শক সমাগম হয় প্রচুর। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে।

শেয়ার করুন