ঠাকুরগাঁওয়ের চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় রহিমানপুর একাদশ টিম টাইব্রেকারে ৪-২ গোলে চৌরঙ্গী একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চৌরঙ্গী বন্ধু মহলের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস সোবহান (বিডিআর)’র সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃমাজহারুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন গেষ্ট অব অনার জেলা আ’লীগের সাবেক সদস্য মোঃকামরুজ্জামান শামীম, বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান (দুলু), উদ্বোধক দওসুও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃমোখলেসুর রহমান (চৌধুরী), বিশেষ অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানি, সাধারণ সম্পাদক মোঃআব্দুস সাত্তার বাবু, উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন মিলন, আমন্ত্রিত অতিথি ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাত কুমার রায়, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আখতার আলী, স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম, দুওসুও ইউনিয়ন আ’লীগের সভাপতি হাসান আলী, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জবায়দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খতিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম গাজী, চৌরঙ্গী টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, লাহিড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, চাড়োল ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি হারুন অর রশিদ, চৌরঙ্গী বন্ধু সমিতির পরিচালক মিজানুর রহমান ও ট্রাক ট্যাংকলড়ী ও কার্ভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মনতাজুর রহমান, চৌরঙ্গী বন্ধু মহলের সভাপতি মোঃ দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃআব্দুল মালেক। সার্বিক সহযোগিতায় চৌরঙ্গী ব ন্ধু সমিতি। সাজ সজ্জায় ছিলেন মোজাফফর রহমান, রুবেল আলম, তোজাম্মেল হক। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালক ছিলেন মোঃজয়নাল আবেদীন ও সোহরাব হোসেন। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পরার মত। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন