পীরগঞ্জে সিরাজের সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফারজুল ইসলাম পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:-

রংপুরের পীরগঞ্জের ১৩নং রামনাথপুর ইউনিয়নে খেজমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ে মতবিনিময় সভা করলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ। ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি আইয়ুব আলী সরকার । স্থানীয় আওয়ামিলীগ আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ছাদেকুল ইসলাম বিএসসি। উক্ত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনি পেশার নারী পুরুষ মানুষ যোগ দেয়। সভায় বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীকে ভোট দিয়ে পূনরায় জয়যুক্ত করার জন্য আহবান জানানো হয়। এছাড়াও সভার প্রধান অতিথি সিরাজুল ইসলাম সিরাজ বলেন পীরগঞ্জের বর্তমান সংসদ সদস্য সৎ ও মেধাবী কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকায় গত দশ বছরে তৃণমূল মানুষেরা নানাভাবে বঞ্চিত ছিল। সেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আসন ২৪ রংপুর ৬পীরগঞ্জ আসনে ১৫টি ইউনিয়ন থেকে তৃণমূলের দাবি এবারে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় প্রার্থী ঘোষণা করার জন্য দলিও সভা নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানিয়েছেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক লুৎফর রহমান মন্ডল , চার নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ কাইয়ুম মিয়া কৃষক লীগ ইউনিয়ন সভাপতি নান্নু সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হবিবর রহমান ‘কৃষক লীগ নেতা আতাউর রহমান প্রধান ছাত্র নেতা তানভীর হোসেন প্রমুখ। ।

শেয়ার করুন