শ্রীমঙ্গল লালবাগ এলাকার দিন মজুর মো. মিজাজ উল্লার কিশোরী মেয়ে সাথী বেগম গত ১১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। কিশোরীটি কিছুটা শ্রবণ প্রতিবন্ধী ও সহজ সরল। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার মা আইরুল নেছা। ডায়রি নং ৮৮৩ /১৩-০৯-২০২৩ ইং।
হারিয়ে যাওয়ার দিন মেয়েটিকে শ্রীমঙ্গল রাধানগর এলাকায় একা ঘুরতে দেখেছেন কিছু এলাকাবাসী।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন। তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
০১৩২৬৯৮০৩৮১/ ০১৩২৬৯৮০৩৭৪