পীরগঞ্জে নির্ধারিত মূল্য থেকে বেশি দামে আলু বিক্রির অভিযোগ

চলছে মোঃ ফারজুল ইসলাম পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ- সরকার দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যের কারনে কোল্ড স্টোরে আলু বিক্রির জন্য মূল্য তালিকা নির্ধারণ করেছে । পীরগঞ্জ উপজেলায় মোট চারটি কোল্ড স্টোর । মেসার্স শান্তনা কোল্ড স্টোর ‘ পীরগঞ্জ কোল্ড স্টোর ‘ও পি সি ‘ শাহ ইসমাইল গাজী কোল্ড স্টোর এবং কৃষিকল কোল্ড স্টোর । আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা গেছে তিনটি কোল্ড স্টোরে সরকারি মূল্য নির্ধারণ করে চার্ট লটকালেও বিভিন্ন কৌশল অবলম্বন করে বেশি দামে আলু বিক্রি করা হচ্ছে ।শাহ ইসমাইল গাজী কোল্ড স্টোরে তাহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী প্রায় দুই হাজার বস্তা ৩৬ দরে ক্রয় করেছে। শান্তনা কোল্ড স্টোরে কয়েক হাজার মন আলু অনুরূপ দামে বিক্রি করেছে। কৃষিকল কোল্ড স্টোরে প্রায় এক হাজার বস্তা ডায়মন্ড আলু ৩৫ টাকা দরে বিক্রি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে । শুধু পীরগঞ্জ কোল্ড স্টোর ও পি সি তে আজকে কোন আলু বিক্রি হয়নি । সরকার মূল্য নির্ধারণ করেছে কোল্ড স্টোর পর্যায়ে প্রতি কেজি ২৬- ২৭ টাকা মূল্যে নির্ধারণ করলেও সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে উল্লিখিত কোল্ড স্টোর সংশ্লিষ্টরা। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মহোদয়ের নিকট মুঠোফোনে কথা হলে তিনি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট বলতে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান সাহেবের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি দেখছি ।

শেয়ার করুন